পটুয়াখালীতে জমে উঠেছে ইউপি নির্বাচনী প্রচারনা

জেলা প্রতিনিধি,পটুয়াখালী: জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। এ ইউনিয়নেক পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান, তিনটি সংরক্ষিত আসনে আটজন ও সাধারন আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রতীক পেয়েই প্রার্থীরা আঁটঘাঁট বেঁধে নির্বাচনী প্রচারনায়
নেমেছেন।

৯ এপ্রিল প্রার্থীরা প্রতীক পাওয়ার সাথে সাথে প্রতিদ্বন্দী তিনজন চেয়ারম্যান প্রার্থী, তিনটি সংরক্ষিত আসনে আটজন ও সাধারন আসনে ২৬ জন প্রার্থী তাদের প্রতীক নিয়ে উঠান বৈঠকের পাশাপাশি রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

প্রতিদ্বন্দী চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হলেন সাবেক চেয়ারম্যান ছালাম মৃধা(চশমা), বর্তমান চেয়ারম্যান মনির রহমান মৃধা( আনারস) ও শফিকুল ইসলাম(ঘোড়া)। সংরক্ষিত তিনটি আসনে আটজন প্রতিদ্বন্দী প্রার্থী হলেন- ১ নং সংরক্ষিত আসনে আসমা বেগম- বই ও ফারজানা – মাইক, ২ নং সংরক্ষিত আসনে -উম্মে হানি- মাইক,খুশি- কলম ও সাথী- বই, ৩ নং সংরক্ষিত আসনে- পারভীন বেগম- বই, আফরোজা- কলম ও সেলি আক্তার- মাইক।

৯ টি সাধারন ওয়ার্ডের ২৬ জন প্রার্থী হলেন ১ নং ওয়ার্ডে আলী আকবর- মোরগ, জাফর শরীফ- টিউবওয়েল, নজরুল ইসলাম তালা ও বশিরুল আলম-ফুটবল, ২ নং আসনে জাফর- টিউবওয়েল, আঃ মালেক হাওলাদার-ফুটবল, জাহাঙ্গীর হোসেন-বৈদ্যুতিক পাখা, মোশাররফ- মোরগ ও সবুজ দাস- তালা, ৩ নং ওয়ার্ডে আলাউদ্দিন মোল্লা-ফুটবল ও আশ্রাফ আলী- মোরগ, ৪ নং ওয়ার্ডে বশির আহমেদ- মোরগ ও মনিরুল ইসলাম মানিক-ফুটবল, ৫ নং ওয়ার্ডে বাবুল- ফুটবল ও লিটন মৃধা- মোরগ, ৬ নং ওয়ার্ডে গৌতম পাল-ফুটবল, জসিম উদ্দিন- মোরগ ও সফিকুল ইসলাম- তালা, ৭ নং ওয়ার্ডে মনির হোসেন সিকদার- তালা, ফারুক মোল্লা- ফুটবল ও সবুজ- মোরগ, ৮ নং ওয়ার্ডে ছোহরাব মোল্লা- তালা ও সুলতান পাঠান- মোরগ, ৯ নং ওয়ার্ডে আঃ রাজ্জাক হাওলাদার- মোরগ, কামাল হোসেন- ফুটবল ও মিজানুর রহমান- তালা। এ ইউনিয়নে ২৮ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কমলাপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৯,৮৪৫।

সাবেক চেয়ারম্যান ছালাম মৃধা(চশমা)প্রতিক জনগনের প্রত্যাশায় এগিয়ে আছেন। আর বর্তমান চেয়ারম্যান মনির রহমান মৃধা( আনারস) বিগত পাঁচবছরের কর্মকান্ডে পিছিয়ে রয়েছেন বলে জানা যায়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: শ্রমিক মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ...

পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে...

গলচিপায় ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ৬ষ্ঠ...

কোস্ট গার্ড বেইজের আয়োজনে জুস ও স্যালাইন বিতরণ

জেলা প্রতিনিধি পটুয়াখালী: জেলাতে গত কয়েকদিন যাবৎ তীব্র তাপদাহ...