বাগেরহাটে ভ্যান চালককে কুপিয়ে হত্যা, ২ জনের যাবজ্জীবন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ভ্যান চালক ওবায়দুল শিকদারকে (৩০) কুপিয়ে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের বিজ্ঞ বিচারক একই সাথে তাদের ১০ হাজার টাকা করা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চাঞ্চল্যকর এ হত্যা মামলা থেকে দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) বাগেরহাট জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা অনুপস্থিত ছিলো।

নিহত ওবায়দুল শিকদার জেলার মোড়েলগঞ্জ উপজেলার কড়াবৌলা গ্রামের বাসিন্দা।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, মোড়েলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের ইমরান শেখ (২৭) ও একই গ্রামের ইব্রাহিম শিকদার (৩০)। খালাসপ্রাপ্তরা হলেন, ইমরুল শেখ ও উজ্জ্বল।

রায় ও মামলার সংক্ষিপ্ত বিবরণে আদালত সুত্র জানায়, ২০১৬ সালের ৩০ এপ্রিল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কড়াবৌলা গ্রামের ভ্যান চালক ওবায়দুল সিকদার রোজগারের জন্য বাড়ি থেকে বের হন। ওই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পর ৬ মে পাশ্ববর্তী দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওবায়দুলের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন নিহতের পিতা জহর শিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেয়া হয়। সিআইডির পরিদর্শক কানাই লাল মজুমদার দীর্ঘ তদন্তকালে ইমরান শেখকে গ্রেফতার করে। সে ওবায়দুলের ভ্যান রিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কানাই লাল মজুমদার দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ২৭ আগস্ট ইমরান, ইব্রাহিম, ইমরুল ও উজ্জ্বল এই চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালতের বিজ্ঞ বিচারক ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়ে এই রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সাহা অসীম কুমার।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

আজাদুল হক, বাগেরহাট: ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর...

দেশে হিট স্ট্রোকে ৭ জনের মৃত্যু

ঢাকা অফিস: তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন মানুষ।...

যশোরসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ঢাকা অফিস: তীব্র তাপপ্রবাহের কারণে যশোরসহ দেশের পাঁচটি জেলার...

বাগেরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায়...