নারী ও শিশু নির্যাতনের এধারা সভ্য সমাজে চলতে পারে না

বিভিন্ন সময় নারী ও শিশু নির্যাতনের বিচার দাবিতে আন্দোলন কম হয়নি। কিন্তু কিছুতেই থামছে না এ অপরাধ। নির্যাতনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।

কেনো এমনটি হচ্ছে তা সমাজবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। অপরাধীরা যেনো আষ্কারা পাচ্ছে। অপরাধ ঘটাতে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে। ভুক্তভোগীদের মর্মযাতনা উপলব্ধি করে এর বিরুদ্ধে আরো কি ব্যবস্থা নেয়া যায় সে চিন্তা সমাজবিজ্ঞানী, সরকার, রাজনীতিক সমাজসেবী সবাইকে ভাবতে হবে। এভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না। অব্যাহত এ অপরাধের কারণে একদিন দেখা যাবে এ জাতি অসভ্য জাতির কলঙ্ক তিলক ললাটে উঠেছে।

আমরা যেনো আদিম যুগে ফিরে যাচ্ছি। প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের যে ঘটনা ঘটছে তা রীতিমতো উদ্বেগজনক। গৃহবধূ থেকে স্কুলের ছাত্রীও এ নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতনের হররোজের যে চিত্র তা তুলে ধরা সম্ভব নয়।

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা নারীর উপর হামলা, আশঙ্কাজনক

সাতক্ষীরায় নাজমা আক্তার (৩১) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা। তালা উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা খাতুন সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের ওজিয়ার রহমান শেখের স্ত্রী।

ওজিয়ার রহমান শেখ বলেন, তার স্ত্রী নাজমা আক্তার চার মাসের অন্তঃসত্ত্বা। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীরা নাজমা আক্তারকে বেদম মারধর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি। এসব ঘটনায় প্রমাণ হয় আমাদের সমাজ অসুস্থ হয়ে গেছে। এটা সভ্য সমাজের লক্ষণ নয়। আমাদের সমাজের কোনো একটা জায়গায় রোগ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছি আমরা সবাই।

এক একটি নির্যাতনের ঘটনা ঘটছে আর বিভিন্ন জনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পত্র-পত্রিকায়। আর এ সব দেখে নির্যাতনের শিকার স্বজনদের হা-হুতাশ করা ছাড়া কিছুই থাকছে না। সামাজিক ব্যবস্থার কারণে তাদেরকে সারাজীবন দীর্ঘশ্বাস বুকে চেপে ধরে
নিয়ে বেড়াতে হচ্ছে।

এই যখন অবস্থা তখন বিজ্ঞজনেরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু নির্যাতেনর মতো ঘৃণ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এসব অপরাধের বিচার করতে আমাদের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। কারণ প্রত্যেক ঘটনায় জড়িতরা রাজনৈতিকভাবে প্রভাবিত। তার একমাত্র পরিচয় সে নির্যাতনকারী। সেই দৃষ্টিভঙ্গি দিয়েই আমাদের দেখা উচিত।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নারী নির্যাতনের একি পাশবিক চিত্র!

সম্পাদকীয়: বাগেরহাটের মোংলায় কেটলির গরম পানি নিক্ষেপ করে মুন্নি...

আদালত অঙ্গন থেকে টাউট উচ্ছেদ অভিযান অভিনন্দিত

সম্পদাকীয়: যশোরের আদালত অঙ্গন টাউটমুক্ত করার শুভ উদ্যোগ নেয়া...

মসজিদ তহবিলের সাড়ে সাত লাখ টাকা আত্মসাত!

সম্পদকীয়: ধর্ম-কর্মের নাম নেই মসজিদ কমিটির সদস্য হবার জন্য...

আবার তাপপ্রবাহ শুরু: অভিজ্ঞতার আলোকে সতর্ক হতে হবে

সম্পাদকীয়: যশোর দেশের সাত জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে...