উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মাগুরায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে একাত্তরের পরাজিত শক্তির বিষয়ে সকলকে সতর্ক থাকার পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে শপথ নেয়ার আহবান জানিয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) বিকালে শ্রীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। এই নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। আপনাদের সতর্ক থাকতে হবে। অতীতে ২০১৪ সালের নির্বাচনে বাধাপ্রাপ্ত হয়েছি। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছি। ১৮ সালেও বাধাপ্রাপ্ত হয়েছি। বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়ী হয়েছি। ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা প্রস্তুত থাকবেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী পাঁচটি বছর আমাদের জীবনের জন্যে এবং সরকারের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভোটের দিন প্রত্যেকে সকালে উঠে ভোটকেন্দ্রে যাবেন। আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা ভোট দেবো। স্বপ্রণোদিত হয়ে আমরা আবারো নৌকাকে জয়ী করবো।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর এ আসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাগুরা পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুহিত প্রমুখ।

জনসভা শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় প্রায় ১২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকায় ১৫টি স্থানীয় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মাগুরা সদরে ওসমান ও শ্রীপুরে রাজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরার দুইটি উপজেলা পরিষদের প্রথম...

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

লিটন ঘোষ জয়, মাগুরা: জেলার মহম্মদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

মাগুরায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি...