জামায়াতের সমাবেশের অনুমতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামীকে আগামী ২৮ অক্টোবর (শনিবার) সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দলটি নির্বাচন কমিশনের নিবন্ধিত নয় বলে অনুমতি পাচ্ছে না।

বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী নিবন্ধিত দল নয়, তাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। বিএনপি অনুমতি চেয়েছে, ডিএমপি কমিশনার সুবিধাজনক জায়গায় তাদের অনুমতি দেবেন।

তিনি বলেন, চাকরি, চিকিৎসা ইত্যাদি কারণে মানুষের চলাচল করতে হয়। ২৮ অক্টোবর আমরা ঢাকায় প্রবেশ পথ বন্ধ করবো না। যদি শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করে চলে যায়, তাহলে হলো। কিন্তু জনজীবনে বিপর্যয় আসলে সেটা দেখার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর।

বিএনপির সরকার পতনের হুঁশিয়ারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার তো এমন একটা কিছু নয় যে, তাকে ধাক্কা দিলো আর পড়ে গেলো। সরকার একটা গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে এখানে এসেছে। তার যে মেয়াদকাল, সেই মেয়াদকালের পরে একটা নির্বাচন হবে, তারপর সরকার পরিবর্তন হবে। আমাদের সংবিধান অনুযায়ী ধাক্কা দিলে সরকার পড়ে যাবে- এ ধরনের কোনো শব্দ লেখা নেই। কাজেই যেটা সংবিধানের বাইরে, সেটা রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যেটা করার কর্তব্য, সেটা তারা করবে, এটাই সঠিক। সেখানে আর তো ব্যাখ্যা দেয়ার কোনো প্রয়োজন নেই। সংবিধান রক্ষা করার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। সেই সংবিধানের ফ্রেমওয়ার্কের বাইরে যদি তারা (বিএনপি) কিছু করতে চেষ্টা করেন, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্পিত দায়িত্বটি তারা পালন করবেন।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ঢাকা অফিস: বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হতে চলেছে, তা...

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে: সিইসি

ঢাকা অফিস: দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনে ৩০...

নোয়াখালীতে জাল ভোট: ৬ নির্বাচন কর্মকর্তা আটক, দুইজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জাল...

আরো ২০ হাজার ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর আওতায়...