বালু উত্তোলনকারীরা এ সাহস পায় কোথা থেকে

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কুষ্টিয়ার পদ্মা নদী থেকে এখনো অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এ সম্পর্কে খবর সংগ্রহ করতে যাওয়া ছয় সাংবাদিকের ওপর হামলা চালায় বালু উত্তোলনকারীদের সন্ত্রাসী বাহিনী। তারা সাংবাদিকেদের স্প্রিডবোটটি ডুবিয়ে দিয়ে হত্যার চেষ্টা চালায়। চেষ্টা করে অপহরণেরও। ছিনিয়ে নেয় ক্যামেরা ও মোবাইল ফোন।

২০ অক্টেবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার পদ্মা নদীর মাঝে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক জাহিদুজ্জামান কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দিয়েছেন।

দেশের বিভিন্ন স্থানে বেআইনীভাবে ভূগর্ভস্থ বালু তুলে রমরমা ব্যবসা চলছে। এ নিয়ে জনগণ প্রতিবাদ করছে, কিন্তু সংশ্লিষ্টরা পাত্তা দিচ্ছে না। যেখান সেখান থেকে বালু উত্তোলন করা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এতে ভূমিধসের সৃষ্টি হয়ে লোকালয়সহ ব্যাপক এলাকার অপরিসীম ক্ষতি হতে পারে। এজন্য কোথাও এ বেআইনী কাজটি হলে প্রশাসনের দায়িত্ব হলো সেটা ঠেকানো। এ জন্য প্রশাসনের যা প্রয়োজন তাই করবে। আমরা মনে করি এমন সব ঘটনার নায়করা হয় রাজনৈতিক বা প্রশাসনের ছত্রছায়ায় থাকে । প্রশাসন তাদের সমর্থন না দিলেও প্রশাসনের নাম ভাঙিয়ে অপরাধ করে যাচ্ছে। খোদ প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বালু তোলা যেমন পরিবেশ বিরুদ্ধ কাজ । কিন্তু প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কোনো নড়াচড়া নেই। বালু অধিক গভীর থেকে উত্তোলন করলে আশপাশের অনেক দূর এলাকা ব্যাপক ভূমিধ্বসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থা কাটিয়ে উঠতে শত বছর লেগে যাবে। জলবায়ু ও পরিবেশের ঘটবে দারুণ বিপর্যয়। দেশ ও দেশের মানুষের স্বার্থে বালু উত্তেলনের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নারী নির্যাতনের একি পাশবিক চিত্র!

সম্পাদকীয়: বাগেরহাটের মোংলায় কেটলির গরম পানি নিক্ষেপ করে মুন্নি...

আদালত অঙ্গন থেকে টাউট উচ্ছেদ অভিযান অভিনন্দিত

সম্পদাকীয়: যশোরের আদালত অঙ্গন টাউটমুক্ত করার শুভ উদ্যোগ নেয়া...

মসজিদ তহবিলের সাড়ে সাত লাখ টাকা আত্মসাত!

সম্পদকীয়: ধর্ম-কর্মের নাম নেই মসজিদ কমিটির সদস্য হবার জন্য...

আবার তাপপ্রবাহ শুরু: অভিজ্ঞতার আলোকে সতর্ক হতে হবে

সম্পাদকীয়: যশোর দেশের সাত জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে...