প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন, দুইজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, কুমিল্লা: হোমনায় প্রেম-সংক্রান্ত বিরোধের জের ধরে ফয়সাল নামে এক যুবককে গলাকেটে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ এপ্রিল) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা হোমনা উপজেলার রাজনগর গ্রামের শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের দুলাল মিয়া (২০)।

জানা যায়, হত্যাকাণ্ডের শিকার ফয়সালের সঙ্গে আসামি শামীম মিয়ার কলেজপড়ুয়া বোন মেহেদী আক্তারের (১৮) প্রেমের সম্পর্ক ছিলো। এই প্রেমের জের ধরে ২০২০ সালের ৫ জুন জবাই করে ফয়সালকে হত্যা করে মরদেহটি স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে মাটিতে পুঁতে রাখে শামীম।

খুনের ৮ দিন পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি শামীম মিয়া ও দুলাল মিয়াকে আটক করলে আসামিদের দেখানো স্থান থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তাদেরকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম মিয়া ও দুলাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার ও নূরুল ইসলাম বলেন, আমরা আশা করছি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে। আর রায় দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ দেয়া হবে।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথ বলেন, এ রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে শিগগিরই উচ্চ আদালতে আপিল করবো।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, পুলিশ এসআই বরখাস্ত

জেলা প্রতিনিধি, কুমিল্লা: জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন...

স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, কুমিল্লা: জেলার হোমনায় প্রবাসী আব্দুল জলিল হত্যা...

বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

চট্রগ্রাম ব্যুরো: কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের...

কুমিল্লায় মহাসড়কে ঝরলো ৪ জনের প্রাণ

জেলা প্রতিনিধি, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে...