কারামুক্ত হলেন মির্জা আব্বাস

ঢাকা অফিস: তিন মাসেরও বেশি সময় পর জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

কারামুক্তির খবর পেয়ে কারাফটকে বিকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হন। এক পর্যায়ে তারা সন্ধ্যার দিকে স্লোগান শুরু করেন।

এর আগে সর্বশেষ সোমবার ঢাকার রেলওয়ে থানায় মামলায় জামিন পান তিনি। এর মধ্য দিয়ে সব মামলায় জামিনের আদেশ হয়ায় মির্জা আব্বাসের কারামুক্তিতে বাধা না থাকায় কারামুক্ত হলেন বিএনপির নীতিনির্ধারক।

তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, গত ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় কয়েক ডজন মামলা হয়।

এর মধ্যে ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়।

গত ১ নভেম্বর এক মামলায় মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয় এবং আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়। বাকি ৯টিতে গ্রেফতার না দেখানোয় তার জামিনের আবেদন শুনানি সম্ভব হচ্ছিলো না। সে কারণে গত ২৪ জানুয়ারি ৯টি মামলায় গ্রেফতার দেখানোসহ জামিনের আবেদন করা হয়।

এরপর ১ ফেব্রুয়ারি সেই আবেদন গ্রহণ করে আদালত। এরপর বিভিন্ন দিনে ১০টি মামলার জামিন হলেও কেবল বাকি ছিলো রেলওয়ে থানার মামলা। সোমবার সেই মামলায় জামিন পাওয়ায় বিএনপি নেতা আব্বাস কারামুক্ত হন।

স্বাআলো/এসআর/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কারাগারে বিএনপি নেতা ইশরাক

ঢাকা অফিস: পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস: যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দেখে বিএনপির মাথাটা...

অস্তিত্ব জানান দিতেই লিফলেট বিতরণ বিএনপির: কাদের

ঢাকা অফিস: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল...

শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না: কাদের

ঢাকা অফিস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন...