গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, ৭ অক্টোবর থেকে শুরু হয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৯ হাজার ৫১৪ জন নিহত হয়েছেন।

এছাড়া হামলায় ৬৯ হাজার ৬১৬ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় পরে আরো জানিয়েছে, গাজা উপত্যকায় বোমা হামলায় আরো ২৩ জন নিহত হয়েছে, যাদের অর্ধেক নারী ও শিশু।

গাজায় নিহত ছাড়ালো ১৭ হাজার, ৭০ শতাংশই নারী-শিশু

ইসরায়েলি বোমা হামলায় মিশরের সীমান্তের কাছে রাফাহ শহরে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ফলে গাজার ২৩ লাখ মানুষের অর্ধেকেরো বেশি মানুষ তাঁবুতে আশ্রয় নিয়েছেন।

বাসিন্দারা বলেন, ১০ দিন আগে শহরটিতে ইসরায়েলি অভিযানের পর থেকে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। দুই জিম্মিকে মুক্ত করতে বহু বেসামরিক লোককে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার গাজার দেইর এল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়িতে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বিমান। এসব বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। খবর আলজাজিরা।

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৫০

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলা হয়েছে, হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। আমরা আমেরিকান প্রশাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলকে চলমান এ অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি এবং ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বিশ্বের কাছে আহ্বান জানাই।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সংসদ সদস্য আনার কলকাতায় গিয়েছেন, এসে পড়বেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে...

সারাদেশে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: ভ্যাপসা গরমে বৃষ্টি নিয়ে আবারো সুখবর জানালো...

আছড়ে পড়লো ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার আছড়ে...

কিরগিজস্তান থেকে দেশে ফিরবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সহিংসতার মাঝে আটকে পড়া...