রোজার আগেই পেঁয়াজ-চিনি দেবে ভারত

ঢাকা অফিস: প্রতিবেশী দেশ ভারত রোজার আগেই পেঁয়াজ ও চিনি রফতানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

আহসানুল ইসলাম টিটু বলেন, প্রতিবেশী দেশ হিসেবে রোজার আগেই পেঁয়াজ ও চিনি রফতানির অনুমতি দেবে বলে কথা দিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রীর সফরেও এ বিষয়ে ভারত আশ্বাস দিয়েছে।

তিনি আরো বলেন, ভারত ও অন্য দেশ থেকে পেঁয়াজ, চিনি সরবরাহ যথাযথ রাখতে ব্যবস্থা নেবো।

এর আগে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে কথা বলেছি। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাদের নিষেধাজ্ঞা ছিলো, চিনি ও পেঁয়াজ কোনো পার্শ্ববর্তী দেশকে দেবে না, সেখানে তারা একটু শিথিল করেছে। আমরা প্রস্তাব পাঠিয়েছি। তারা আমাদের আবেদনটা সহানুভূতি নিয়ে দেখছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি দিতে পারবে বলে জানিয়েছে ভারত। আমরা বলেছি, আমাদের আরেকটু চাহিদা বেশি। ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি চেয়েছি। তারা বিষয়টি বিবেচনা করবেন। সামনে তাদের নির্বাচন, তাদের ভোক্তাদের কষ্ট দিয়ে তো আমাদের দেবে না। যতটুকু সহনীয়, ততটুকু দেবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সংসদ সদস্য আনার কলকাতায় গিয়েছেন, এসে পড়বেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে...

সারাদেশে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: ভ্যাপসা গরমে বৃষ্টি নিয়ে আবারো সুখবর জানালো...

আরেক দফা বাড়লো সোনার দাম

ঢাকা অফিস: দেশের বাজারে আবারো বেড়েছে সোনার দাম। এবার...

সময়ের আগে বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে

ঢাকা অফিস: আসি আসি করছে স্বাদে ভরা লিচুর মৌসুম।...