চট্টগ্রাম থেকে ট্রেন যাচ্ছে কক্সবাজার

চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারে প্রথমবারের মতো ট্রেন যাচ্ছে।

রবিবার (৫ নভেম্বর) আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।

ট্রেনটিতে রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম ও রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা।

রেলওয়ে সূত্র জানায়, রবিবার ট্রেনটি সকাল ১০টায় দোহাজারী স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবে। ট্রেনটি বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজার পৌঁছার কথা রয়েছে। রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা কক্সবাজারে অবস্থান করবেন। সোমবার ওই টিম কক্সবাজার রেলস্টেশন ইয়ার্ড পরিদর্শন করবে এবং আগামী মঙ্গলবার নভেম্বর সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।

দ্বিতীয় দফার অবরোধে বাস-ট্রেন-লঞ্চ চালানোর ঘোষণা

সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) রুহুল কাদের আজাদ বলেন, আজ ট্রেনযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছেন রেলের পরিদর্শন দফতরের টিম। এসময় নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন ও বিভিন্ন স্টেশন পরিদর্শন করা হবে। এতে কোনো ত্রুটি আছে কিনা যাচাই করা হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, এটি আমাদের রুটিন কাজ। এটিকে ট্রায়াল রান বলা যাবে না। আমাদের সঙ্গে আছেন রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা। তারা এই রেল পরিদর্শন করবেন সেখানে কোনো ত্রুটি আছে কিনা দেখবেন। ইন্টারলকিং সিগন্যালিং ব্যবস্থা, প্ল্যাটফর্ম উঁচু সঠিক কিনা, কালভার্ট, লেভেল ক্রসিং গেট এসব দেখবেন। পরে রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা সার্টিফাই করবেন। এরপর ট্রেন চলবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

রাতে ৮ জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগের সব জেলার ওপর দিয়ে কালবৈশাখী...

চট্টগ্রাম, নাটোর ও সিরাজগঞ্জে ৬ গাড়িতে আগুন

চট্টগ্রামে একটি দ্বিতল বাসসহ দুইটি বাস ও একটি ট্রাক,...

আবারো জনগণের সেবা করতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

আগামীতেও জনগণের সেবা করা এবং সরকারের যে কাজগুলো অসমাপ্ত...

সেলফি তোলা-গাড়ির রেস সব চলছে বঙ্গবন্ধু টানেলে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে কার রেসিং, বেপরোয়া গাড়ি...