‘এক মাসের এমপি’ হতে চান আ.লীগের ১৪ নেতা

লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে এক মাসের জন্য সংসদ সদস্য (এমপি) হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বর্তমান ও সাবেক ১৪ নেতা। এরমধ্যে আপন দুই ভাইও রয়েছেন। দলীয় নেতাকর্মীরা বলেন, দল যাকেই মনোনয়ন দেবেন তার জন্যই কাজ করবেন।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের উপ-দফতরবিষয়ক সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একই সঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর পরই শুরু হয় এমপি হওয়ার দৌড়।

নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। তারপর ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে নির্বাচন। সে অনুযায়ী আসনটিতে যেই এমপি হবেন সে এক মাসের জন্য সংসদ সদস্য হিসেবে নিজেকে পরিচয় করাতে পারবেন। আর এই কারণেই এক মাসের জন্য এমপি হতে মনোনয়ন তুলেছেন আওয়ামী লীগের ১৪ জন নেতা।

দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আবুল হাসেম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক হাসিবুর রহিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুহাম্মদ শওকত হায়াত, সাবেক ছাত্রলীগ কর্মী সামীমা হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য খোকন চন্দ্র পাল, মহিলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সৃজনী শিউলী ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফাহিম কামাল চৌধুরী উপল মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এরমধ্যে মিজানুর রহিম ও হাসিবুর রহিম আপন ভাই।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, দলের দুঃসময়ে পাশে ছিলাম। এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়ে দলের সব নির্দেশনা বাস্তবায়ন করছি। আশা করছি, প্রধানমন্ত্রী আমাকে লক্ষ্মীপুর-৩ আসনের মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ বাড়িয়ে দেবেন।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান জানান, এখন পর্যন্ত একজনও মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তবে জাতীয় পার্টির একজন যোগাযোগ করেছেন। নির্বাচনের জন্য কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের

ঢাকা অফিস: স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি...

বিএনপির আরো ৬১ নেতা বহিষ্কার

ঢাকা অফিস: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায়...

সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী

ঢাকা অফিস: সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে...

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা কাল

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী...