আ.লীগ পুনরায় ক্ষমতায় গেলে নারীদের আরো বেশি মূল্যায়ন করবে: এমপি মোরশেদ আলম

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে নারীদের অনেক মূল্যায়ন করেছে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে এ নারীদের আরো বেশি মূল্যায়ন করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে, আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিলে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ উঠান বৈঠকের আয়োজন করে।

স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে সেনবাগে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এটার প্রয়োজন নেই। সেনবাগে গত ৯ বছরে আওয়ামী লীগের মধ্যে আমি যে লুকোচুরি খেলা দেখেছি। এটাতো তারাই তাদেরকে ঠকিয়েছে। আপনারা দলে বিভক্তি করে দলকে দুর্বল করবেন না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি এক সাথে থাকে, এক যোগে কাজ করে, তাহলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।

মোরশেদ আলম বলেন, সেনবাগে আমি ছাড়া কেউ আওয়ামী লীগের কোনো এমপি দেখেন নাই। আমি একমাত্র ব্যক্তি যে গত ৪০ বছর পরে আমি আপনাদের আওয়ামী লীগের এমপি হয়ে আপনাদের কাছে এসেছি। আমি অসংখ্য রাস্তা, স্কুল, কলেজ, মাদরাসা করে দিয়েছি। আমি অসংখ্য লোককে সাহায্য সহযোগিতা করেছি, চিকিৎসা দিয়েছি। আমি যতোটুক পেরেছি আমার সাধ্য মতে কাজ করে গিয়েছি।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছে। যদি ঊনার জন্ম না হতো তাহলে আপনারা স্বাধীন বাংলাদেশ পেতেন না। প্রধানমন্ত্রী মহিলাদের জন্য স্বামী পরিত্যক্ত ভাতা, বৃদ্ধ ভাতা দিয়েছে। আপনারা অনেকে পাচ্ছেন। যারা পান নাই তারা ভবিষ্যতে পাবেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যাদের বাড়ি নেই, ঘর নেই তাদের একটি করে ঘর করে দিবেন। সেনবাগে অনেক ঘর হয়েছে। ভবিষ্যতে জায়গা পাওয়া গেলে যাদের ঘর নেই তাদের আরো ঘর করে দেয়া হবে।

১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সামছু উদ্দিন রিয়াদ, ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, আবদুল মমিন, আবদুর রব বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কন্ট্রক্টর প্রমূখ।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ট্রলিরচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সুর্বণচর উপজলোয় পাওয়ার ট্রলিরচাপায় এক...

সিইসিকে স্বশরীরে চাটখিলের ভোট প্রত্যক্ষ করার আহবান

জেলা প্রতিনিধি, নোয়াখালী: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে...

২২ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলা ২২ বছর পর স্ত্রী...

চাটখিল থানার ওসির অপসারণ দাবি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...