দুই ভাইকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

গাজীপুর সদর উপজেলার বাঙ্গালগাছ এলাকার বাঁশপট্টিতে দুই ভাইকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ব্যস্ততম পূবাইল সড়কের ওপর ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা গ্রামের বাসের হেলপার শফিকুল ইসলাম (৩২) ও অটোচালক শুক্কুর আলী (২৫)।

যশোরে হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিহত দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শফিকুল ও শুক্কুর কয়েকটি অটোরিকশা যোগে ২০-২৫ জন লোক নিয়ে এসে বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় দুটি দোকানে হামলা চালায়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে আসে। একপর্যায়ে তারা স্থানীয়দের ওপর চড়াও হলে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে দুই ভাইকে ধরে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

ঘটনার পর দোকানপাট বন্ধ করে সবাই চলে যায়। নিহতদের একজনের লাশ রাস্তার মাঝখানে অপরজনের লাশ রাস্তার পাশে পড়েছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়।

যশোরে গাছ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

শফিকুলের স্ত্রী সুমাইয়া বলেন, তার স্বামী শফিকুল ইসলাম ঢাকা-গাজীপুর রুটের বলাকা পরিবহনের বাসের হেলপার ছিলেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রড ও লাঠি দিয়ে গুরুতর জখম করে তাদের হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতার এবং কি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, নিহত দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মারামারির একটি মামলায় তারা গত মঙ্গলবার জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু

ঢাকা অফিস: আগামীকাল মঙ্গলবার (১৪ মে) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের...

কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ, ২৩ নাবিক চট্টগ্রাম পৌঁছাবেন মঙ্গলবার

ঢাকা অফিস: উদ্বেগ ও উৎকণ্ঠায় ভরা দীর্ঘ দুই মাস...

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন ৫ জুন

ঢাকা অফিস: ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত...

১০ দিনে রেমিট্যান্স এলো ৮১ কোটি ডলার

ঢাকা অফিস: চলতি মে মাসের প্রথম ১০ দিনে (১...