কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, মানববন্ধন ও বিক্ষোভ

কুষ্টিয়ার পদ্মা নদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।

শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড় মুজিব চত্বরে এ মানববন্ধন থেকে সাংবাদিকরা ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন।

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান বলেন, এ সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হলে মডেল থানা, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও, রাজপথ অবরোধ ও স্থানীয় পত্রিকাসহ সকল গণমাধ্যমে কলম বিরতির মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।

একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, সাধারণ সম্পাদক নুর আলম দুলাল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে হামলার প্রতিবাদে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে সাংবাদিকরা।

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কুষ্টিয়ার পদ্মা নদী থেকে এখনো অবৈধভাবে বালু তোলা হচ্ছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সংবাদের ফলোআপ করতে কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পদ্মা নদীর মাঝে যেয়ে কিছুক্ষণ ভিডিও ধারণ করার পর তালবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের নির্দেশে শামীম, টিক্কা ও সজিবসহ মোট ছয়জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণ করতে করতে এসে এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি শরীফ বিশ্বাস, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ ক্যামেরা পার্সন আশিফুজ্জামান ও চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়াস্থ স্টাফ ক্যামেরা পার্সন এস আই সুমনের ওপর হামলা চালায়। তারা সাংবাদিকদের স্পীড বোটটি তাদের স্পিডবোট দিয়ে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়ার চেষ্টা করে। সে সময় তারা সাংবাদিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনিয়ে নেয় ভিডিও ধারণ করা একটি ক্যামেরা এবং মোবাইল ফোন। পরে কোনোমতে নৌকা নিয়ে ফিরে আসতে পারেন সাংবাদিকরা।

এই হামলার ঘটনায় তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলকে প্রধান আসামি করে শামীম, টিক্কা ও সজিবের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জাহিদুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

কুষ্টিয়ায় পিস্তল ও গুলিসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকায় মাদক...

কুষ্টিয়ায় গড়াই ন‌দে ডু‌বে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদে গোসল...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার নাফিস আহমেদ তুষার নামে এক...