চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বিজয়ী

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং গ্রন্থাগার সম্পাদকসহ তিনটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী জয়ী হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত আইনজীবী সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ চলে।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পৃথক প্যানেলে ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। ২০৭ জন ভোটারের মধ্যে ১৯৩ জন তাদের ভোটাধিকার
প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক শাহ আলম জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী সভাপতি পদে শামসুজ্জোহা এবং সাধারণ সম্পাদক পদে তালিম হোসেন, সহ-সভাপতি আকসিজুল ইসলাম রতন, সহ-সভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন (২), যুগ্ম-সম্পাদক সরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ রবিউল হক রবি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুদুর রহমান রানা, নজরুল ইসলাম বকুল, সদস্য মফিজুর রহমান মফিজ, সদস্য আব্দুল জব্বার ও সদস্য পদে শফিকুল ইসলাম জয়ী হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী গ্রন্থাগার সম্পাদক পদে মশিউর রহমান পারভেজ, সদস্য মাসুদুর রহমান ও সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ইতিহাসের রেকর্ড তাপমাত্রায় শ্রমজীবীদের পাশে চুয়াডাঙ্গা জেলা পুলিশ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গায়: তীব্র গরমে রিকশা ও ভ্যান চালকদের...

চুয়াডাঙ্গায় মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ,’...

যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি

যশোর ও চুয়াডাঙ্গায় যৌথভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা...

উপজেলা নির্বাচন: দলীয় নির্দেশনা অমান্য করে চুয়াডাঙ্গায় দুই এমপির ভাই ও ভাতিজা চেয়ারম্যান প্রার্থী

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: দলীয় নির্দেশনা অমান্য করে চুয়াডাঙ্গার দুই...