যশোরের শীর্ষ সন্ত্রাসী জিতু অস্ত্র ও গুলিসহ আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ।

হত্যা, ডাকাতি, অস্ত্র, বোমাবাজি ও চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা রয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) শহরের ঢাকা রোড বারান্দীপাড়া এলাকার বিটিসি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

এই ঘটনায় সদর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এমরানুর কবীর তাকে আটক করেন।

এই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আটক শরিফুল ইসলাম জিতু শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানা পুলিশের পরিদর্শক পলাশ বিশ্বাস জানিয়েছেন, বারান্দীপাড়া, ঢাকা রোড, বকচর ও নীলগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র ও মাদকের কারবারসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে জিতু। ২০২২ সালে তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকনকে হত্যা করে কারাগারে আটক ছিলো জিতু। এরপর জেল থেকে বেরিয়ে বোমা ও অস্ত্র হাতে নিয়ে সব সময় সাধারণ মানুষদের হত্যাসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিলো। শনিবার ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারান্দীপাড়া ঢাকা রোডের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসির) সামনে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অবস্থান করছিলো। এসময় সদর ফাঁড়ির এসআই এমরানুর কবীরের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে জিতুকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চৌগাছায় শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে শামীম...

যশোরের কাশিমপুর ও লেবুতলায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার কাশিমপুর ও লেবুতলা ইউনিয়নে...

যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপার জোকা গ্রামে পুলিশ...

‘জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে’

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, কোনো কেন্দ্রে একটি...