ঝিনাইদহে মামাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করলো ফুফাতো ভাইকে

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার শৈলকুপায় জমিজমা ও পারিবারিক কলহের জের ধরে মামাতো ভাইদের লাঠির আঘাতে ফুফাতো ভাই ভ্যান চালক শরিফুল ইসলাম বাটুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম তারা চাঁদ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখ পাড়া গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলাম বাটুলের সাথে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তার জের ধরে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। পরে রাত ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে রাস্তার মধ্যে তার মৃত্যু হয়।

এদিকে এই ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা চলাচ্ছে একটি প্রভাবশালী মহল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী ছালেহ বেগম জানান, পরিকল্পিতভাবেই আমার স্বামীর মামাতো ভাইরা হত্যা করছে আমার স্বামীকে আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সৈয়দ শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মামাতো ভাই ও ফুফাতো ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তার জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে তদন্ত করে আসল রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কালীগঞ্জে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন ৫ জুন

ঢাকা অফিস: ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত...

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় হামজা রহমান...

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ...