বিএনপির কর্মকাণ্ড ইসরায়েলের সঙ্গে তুলনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে যে সহিংসতার ঘটনা ঘটেছে এর জন্য দায়ী করেছেন বিএনপি-জামায়াতকে। ওই দিনের ঘটনায় তারা যে সন্ত্রাসী দল তা আবার প্রমাণ করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি। বিএনপির ওই দিনের কর্মকাণ্ডকে গাজায় ইসরায়েলি বর্বরতার সঙ্গেও তুলনা করেন তিনি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সরকারি বাসভবন গণভবনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ এ যোগদান বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২৮ অক্টোবরের সহিংসতার ঘটনা নিয়ে প্রশ্ন করলে উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাসী সেটা আবারো প্রমাণ করলো। কানাডার কোর্ট সেটা বারবার বলেছে। মাঝে কিছুটা রাজনৈতিক কর্মসূচি তারা পালন করেছে। আমাদের সরকারও তাদের কোনো বাধা দেয়নি। এতে তারা ধীরে ধীরে আস্থা অর্জন শুরু করেছিল। তবে ২৮ তারিখ যে ঘটনা, যেভাবে পুলিশকে কোপালো, সাংবাদিকদের মারলো, এতে ধিক্কার ছাড়া আর কিছুই তাদের জুটবে না।

প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে যেমন ইসরায়েলি বাহিনী হাসপাতালে হামলা চালিয়েছে, বিএনপিও সেভাবে হাসপাতালে হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলার সঙ্গে তাদের কোনো তফাৎ দেখছি না। আমরা এই সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা নিজেরাই পালালো।

বিএনপির অবরোধের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, কিসের অবরোধ, কার জন্য অবরোধ। যখন দেশের উন্নয়ন হচ্ছে, সারা বিশ্ব প্রশংসা করছে, তাদের কাজটাই হলো উন্নয়ন নস্যাৎ করা।

সাংবাদিকদের ওপর বিএনপি কেনো হামলা চালিয়েছে এ ব্যাপারে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, সাংবাদিকরা তো তাদের পক্ষেই লিখছিল। সরকারেরই তো সমালোচনা করছিল। কোনো কোনো টেলিভিশন আমার নিউজ অনেক পরে দেয়। তাদের নিউজই আগে দেয়। অথচ আমিই এসব টিভির লাইসেন্স দিয়েছি। মূলত তাদের কোনো মনুষত্ববোধ নেই।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শর্তহীন সংলাপের তাগিদ দিয়েছেন। এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে প্রধানমন্ত্রী বলেন, কিসের সংলাপ, কাদের সঙ্গে সংলাপ? বিরোধী দল কে? সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে। যারা পিটিয়ে মানুষ মারে তাদের সঙ্গে কিসের সংলাপ।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পিটার হাস তাদের সঙ্গে বসুক, ডিনার করুক। আমরা করব না। তিনি প্রশ্ন তুলেন, জো বাইডেন কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসেছেন?

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

দুইদিনে সোনার দাম বাড়লো ১৭৮৫ টাকা

ঢাকা অফিস: টানা আট দফায় কমানোর পর দেশের বাজারে...

খুলনাসহ ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

ঢাকা অফিস: খুলনাসহ দেশের ৮ বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে...

বিএনপি-জামায়াতকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে: নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের...

বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরো ৮৮ সদস্য

জেলা প্রতিনিধি, কক্সবাজার: জেলার টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে...