খুলনায় বোমা বিস্ফোরণ, বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

খুলনার দাকোপ এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি ককটেল, ছয়টি লোহার রড, ১৬টি বিস্ফোরিত ককটেলের কৌটা, তিনটি জালের কাঠি ও লাল কচটেপসহ বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা বোর্ডবাড়ী বাজারে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা পরপর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়ায় এলাকায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দাকোপ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে ছয়জনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে তিনটি ককটেল, ছয়টি লোহার রড, ১৬টি বিস্ফোরিত ককটেলের কৌটা, তিনটি জালের কাঠি ও লাল কচটেপ জব্দ করে। এ বিষয়ে দাকোপ থানায় একটি মামলা হয়েছে।

ওসি উজ্জ্বল দত্ত বলেন, জামায়াত-বিএনপির কর্মীরা হরতাল ও অবরোধ সফল করার জন্য কৈলাশগঞ্জ ইউনিয়নের বোর্ডবাড়ী বাজারে বোমা বিস্ফোরণের ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের সুবিধার জন্য আটক আসামিদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

খুলনায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় গাছ থেকে পড়ে জিয়াউর রহমান...

খুলনায় ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার সুপার গ্রেফতার

খুলনা ব্যুরো: তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে খুলনা...

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

খুলনা ব্যুরো: খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী নুরন্নবী শেখকে...

খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন

খুলনা ব্যুরো: খুলনার রূপসায় বামনডাঙ্গা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে...