বাগেরহাটে একদিনে ৩টি বাল্যবিয়ে বন্ধ, অভিভাবকদের অর্থদণ্ড

বাগেরহাটের শরণখোলায় একদিনে তিনটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম। এতে ছয়জন কিশোর-কিশোরী বাল্যবিয়ের কুফল থেকে রক্ষা পেয়েছেন।

বাগেরহাটে পুলিশের অভিযানে গ্রেফতার ৭, গাঁজা উদ্ধার

বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় চলছিলো তিনটি বাল্যবিয়ের প্রস্তুতি। গোপন সংবাদের মাধ্যমে এ খবর পৌঁছে যায় উপজেলা প্রশাসনের কাছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম পর পর তিনটি বিবাহস্থলে উপস্থিত হয়ে তা বন্ধ করে দেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলে ও মেয়ের অভিভাবকদের অর্থদণ্ড করা হয়।

বাগেরহাটে কৃষকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কৃষি কর্মকর্তা

শরণখোলা উপজেলা নির্বাহী অফিস থেকে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে মেয়ের বাড়িতে স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে একই ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের ওয়ার্কসপে কর্মরত ১৫ বছরের কিশোরের বিয়ের প্রস্তুতি চলছিলো। এ সময় ইউএনও হাজির হলে যে যার মতো পালানোর চেষ্টা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের মাকে আট হাজার টাকা এবং ছেলের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরআগে রাত ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে মেয়ের বাড়িতে চলছিলো খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া বটতলা গ্রামের ১৭ বছরের কিশোরের বিয়ের আয়োজন। এই বিবাহটিও বন্ধ করে মেয়ের মাকে সাত হাজার টাকা এবং ছেলের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এদিন বিকেল ৪টার দিকে রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে একই ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের ১৭ বছরের কিশোরের বিবাহের প্রস্তুতি চলছিলো। এমন সময় ইউএনও বিবাহস্থলে উপস্থিত হয়ে তা পণ্ড করে দেন। এখানেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের মাকে আট হাজার টাকা এবং ছেলের বাবাকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, পরপর তিনটি বাল্যবিবাহ সংঘটিত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ সব আয়োজন বন্ধ করে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে উভয় পক্ষকে অর্থদণ্ড করা হয়। এসময় ছেলে ও মেয়ের অভিভাবকরা তাদের সন্তানদের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার অঙ্গীকার করেছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে পোলেরহাট বাজারে অগ্নিকান্ড, ১২ টি দোকান পুড়ে ছাই

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈব্যজ্ঞ্যহাটি পোলের হাট...

যে তিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দই থাকছে

ঢাকা অফিস: গত ৪ মার্চ আয়কর আইনের বিধান অনুসারে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

ঢাকা অফিস: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি মালিক উধাও

ঢাকা অফিস: রিসান ট্রাভেলস ও দিয়া ইন্টারন্যাশনাল নামের দুই...