বাগেরহাটে ভুয়া শিশু চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড, ১ লাখ জরিমানা

আজাদুল হক, বাগেরহাট: নানা অপরাধ কর্মকাণ্ডে আলোচিত বাগেরহাটে চিকিৎসার নামে অপ-চিকিৎসা অব্যাহত রয়েছে।

জেলা শহরের মা ও শিশু হাসপাতালের সামনে ভুয়া শিশু চিকিৎসক সেজে চিকিৎসা দেয়ার সময় শফিকুল আজম খান নামের একজন ভুয়া শিশু চিকিৎসক ভ্রাম্যমান আদালত টিমের কাছে হাতে-নাতে ধরা পড়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার সিফাত ইসতিয়াক ভুইয়া ওই ভুয়া শিশু চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ জরিমানা করেছেন।

বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের মিঠাপুকুর পাড় এলাকার শিশু হাসপাতালের বিপরীত পাশে সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শফিকুল আজমকে হাতে-নাতে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়, বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদ উজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডাদেশ প্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার সিফাত ইসতিয়াক ভুইয়া বলেন, শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। তিনি চিকিৎসক না হয়া স্বত্তেও মানুষকে চিকিৎসা প্রদান করতেন যা প্রতারণার শামিল। এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে এক লক্ষ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট

স্বাআলো/এসআর

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর কেন্দ্রীয় কারাগারে দুই গ্রুপে সংঘর্ষ

নিজেস্ব প্রতিবেদক: মোবাইল ফোনে কথা বলা নিয়ে যশোর কেন্দ্রীয়...

বাগেরহাটে ট্রাক চাপায় প্রান গেল ভ্যানচালকসহ ৩ যাত্রীর

আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল উপজেলার খুলনা -মোংলা মহাসড়কে...

উপজেলা নির্বাচন: যশোরে চেয়ারম্যান প্রার্থী বিপুলের দুই ইউনিয়নে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ...

যশোরে আ.লীগের সাবেক সদস্য কাজী আলমের বাড়িতে হামলা ও মারধর, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী...