নড়াইলে সুলতান মেলায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন ও নড়াইলের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১৯ এপ্রিল) এ মেলা উপলক্ষ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে গ্রামীণ ক্রীড়া উৎসব আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগী কমিশনার হেলাল মাহমুদ শরীফ।

প্রচণ্ড গরম উপেক্ষা করে লোকজ সংস্কৃতির অন্যতম এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে নড়াইলসহ আশেপাশের জেলা থেকেও নানা বয়সী হাজার হাজার মানুষ জড়ো হয়।

এ প্রতিযোগিতায় নড়াইল, যশোর, খুলনা. মাগুরা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে ৩১টি ঘোড়া অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোরের ঝিকরগাছার বজলুর রহমানের ঘোড়া ব্লাকডন, ২য় নড়াইল সদরের রতডাঙ্গার আহসানের ঘোড়া এবং যশোর অভয়নগরের হিদিয়ার সবুজ মোল্যার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাসানুজ্জামান, অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, ক্রীড়া সংস্থার কর্মকর্তা দীলিপ কুমার রায়, সৈয়দ তরিকুল ইসলাম শান্তসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

১৫ দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশি বিদেশী শিল্পীদের আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনী, গ্রামীণ ক্রীড়া উৎসব, গ্রামীন খেলাধুলা, এসএম সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতিদিন সেমিনার এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুলতান পদক প্রদান এবং সমাপনী অনুষ্ঠান। এবারের সুলতান মেলায় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর...

নড়াইলে প্রচণ্ড তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা

জেলা প্রতিনিধি, নড়াইল: প্রচণ্ড তাপদাহের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার...

এসএম সুলতান পদক পেলেন চিত্রশিল্পী নাদভী

জেলা প্রতিনিধি, নড়াইল: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান পদক পেলেন...

নড়াইলে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

জেলা প্রতিনিধি, নড়াইল: বিলুপ্তপ্রায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে ভিন্ন...