দেশের বাজারে মিলছে ভারতীয় নতুন আলু, কেজি ২৪০ টাকা

দিনাজপুরের বাজারে উঠেছে ভারতীয় নতুন আলু। তবে দাম অনেক চড়া। ভারতীয় নতুন আলুর কেজি ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচা বাজারে ঢুকলেই ক্রেতাদের সবজি কিনতে গিয়ে চড়া দামের কারণে রীতিমত হিমশিম খাওয়া নতুন কোনো খবর নয়।

দিনাজপুরের বাজারে আলু বিক্রি হচ্ছে জাত ভেদে ৫০-৬০ টাকা আর ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। দেশী পেঁয়াজ ১২০ টাকা আর ভারতীয় ১০০ টাকা কেজি।

তবে বাজারে দেশী নতুন পেঁয়াজ পাতা ও ভারতীয় নতুন আলু উঠলেও এ মুহূর্তে ক্রেতাদের জন্য কোনো স্বস্তির খবর নেই। কারণ পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি আর ভারতীয় নতুন আলু বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি।

দিনাজপুর পৌরশহরের বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ীরা জানানা, সোমবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর থেকে বাজারে নতুন পেঁয়াজ পাতা নিয়ে আসেন কয়েকজন চাষি। পেঁয়াজ পাতা চাষিদের কাছ থেকেই কিনতে হয়েছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। ট্রাকে কয়েক বস্তা ভারতীয় নতুন আলু ঢাকা থেকে দিনাজপুরের বাজারে এসেছে। সেই আলু পাইকারি বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি। তারা খুচরা ২৪০ টাকা কেজি বিক্রি করছেন।

বাহাদুর বাজারের সোবেজ নামে এক সবজি ব্যবসায়ী বলেন, দিনাজপুরের চিরিরবন্দরের নতুন পেঁয়াজ পাতা বাজারে উঠেছে। বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। আর ভারতীয় নতুন আলু ঢাকা থেকে এসেছে। বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি। নতুন সবজি আমদানি কম তাই দাম বেশি। ক্রেতারা পেঁয়াজ পাতা আধা কেজি কিনলেও ভারতীয় নতুন আলু কেউ এক পোয়ার বেশি কিনেননি। যারা কিনেছেন তারাও আবার সৌখিন ক্রেতা।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বন্ধুর ব্যাগ তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো আরেক বন্ধুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর: ট্রেনে ওঠার সময় পড়ে যাওয়া বন্ধুর...

বৃষ্টির প্রার্থনায় বুক ভাসালেন বীরগঞ্জের মুসল্লিরা

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি: সূর্যের আলোর প্রখরতা,...

বৃষ্টির প্রার্থনায় সালতুল ইস্তিসকার নামাজ আদায়

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ, (দিনাজপুর): সূর্যের আলোর প্রখরতা, তীব্র...

দিনাজপুরে বাঁশের চালে’ রান্না হচ্ছে ভাত-পায়েস

জেলা প্রতিনিধি,দিনাজপুর: ধান নয়, বাঁশের ফুলের বীজ থেকে তৈরি...