শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে কৃষক লীগ: সমীর চন্দ্র

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনা ও নৌকার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দিতে মাঠে থাকবে সকল পর্যায়ের কৃষক লীগের নেতাকর্মীরা’।

সোমবার (৬ নভেম্বর) নগরীর টাউন হল অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।

সমীর চন্দ্র বলেন, আ.লীগ সরকার সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, যুগোপযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটিয়েছে। কৃষিকে লাভজনক করতে ও কৃষি কাজ করে কৃষকেরা উন্নত জীবন নিশ্চিত করতে এই সরকার সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষিযন্ত্রে অব্যাহতভাবে বিশাল পরিমান ভর্তুকি দিয়ে যাচ্ছে। এতো পরিমান ভর্তুকি সারা বিশ্বেই বিরল। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো আ.লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেকধাপ এগিয়ে নিতে হবে।

প্রতিনিধি সভায় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ প্রতিহত করে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগের আজকের এই প্রতিনিধি সভা। এরপর উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কৃষক লীগের এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতিনিধি সভায় মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় ও জেলা কৃষকলীগের আহবায়ক প্রাণকৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, কৃষক লীগের দফতর সম্পাদক রেজাউল করিম রেজা ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু প্রমুখ।

প্রতিনিধি সভায় রংপুর বিভাগের আটটি জেলা, মহানগর ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

প্রবাসী স্বামীর দুই কোটি টাকা আত্নসাৎ, পরকীয়া প্রেমিক কারাগারে

রংপুর ব্যুরো: রংপুরে বিয়ের নামে প্রতারণা করে প্রবাসী স্বামীর...

শাশুড়ির সোনার গহনা ও নগদ অর্থ চুরি, জামিনে বেরিয়ে প্রাণনাশের হুমকি

রংপুর ব্যুরো: রংপুরের মাহিগঞ্জ ডিমলা কানুনগোটলা এলাকায় শাশুড়ির বাসা...

যশোরের তিন উপজেলায় ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: যশোরে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তিনটি...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর ব্যুরো: সারাদেশের মতো রংপুর নগরীসহ জেলার কাউনিয়া ও...