চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত, হিট এলার্ট জারি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৈশাখের প্রথম দিন থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হলে তা এখন তীব্র তাপপ্রবাহের রূপ নিয়েছে।
চুয়াডাঙ্গায় বিকাল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর ১২টায় রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস, দুই সময়েই বাতাসের আর্দ্রতা ছিলো ১৫ শতাংশ। সকাল ৯টায় ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিলো ৮১ শতাংশ।
তীব্র তাপদাহে হিট এলার্ট জারি করেছে জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে।
তাপপ্রবাহের কারণে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। নিম্ন ও খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। বাইরে রোদের তীব্র তাপ ও অসহ্য গরমে মানুষ এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। তবে নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমিকরা জীবিকার তাগিদে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে কাজের তাগিদে বাইরে বের হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া থেকে আসা রিকশা চালক মনির হোসেন জানান, গরম বলতে আমাদের কাছে কিছু নেই । সাংসারিক প্রয়োজনে যতো গরম পড়ুক আমাদের রিকশা চালাতে হবে।
চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা মুহসিন জানান, চুয়াডাঙ্গায় এতো গরম, বাসায় ফ্যানের নিচেও থাকা যাচ্ছে না।
পান ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, চুয়াডাঙ্গায় যে তাপমাত্রা তাতে টিকে থাকা মুশকিল। আশপাশের জেলা গুলোতে বৃষ্টির দেখা মিললেও এ জেলায় বৃষ্টি হয়নি। দুপুর বেলা রৌদ্রে রাস্তার পিছ উনিয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা এ জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় কৃষকদের উদ্দ্যেশে এক পরামর্শে জানান, তাপপ্রবাহ থেকে ধান রক্ষার জন্য জমিতে সর্বদা ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। এ সময় কোনোভাবেই জমিতে পানির ঘাটতি না হয়। এ সময় ধানের শীষ ব্লাস্ট রোগে আক্রান্ত হতে পারে। এ রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেন্টিভ হিসেবে বিকাল বেলায় ৮ গ্রাম ১০ লিটার পানি অথবা নেটিভো ৬ গ্রাম ১০ লিটার পানি ৫ শতাংশ জমিতে ৫ দিন ব্যবধানে দুই বার স্প্রে করতে হবে। ধানে বিএলবি ও বিএলএস রোগ ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে ৬০ গ্রাম থিওভিট, ৬০ গ্রাম পটাশ, ২০ গ্রাম জিংক ১০ লিটার পানিতে সমভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস,ওই সময় বাতাসের আর্দ্রতা ছিলো ১৫ শতাংশ। বুধবার ১৭ এপ্রিল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিলো ৪০দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দ্বিতীয় দিনের মতো দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে তা আরো অব্যাহত থাকতে পারে।  পরবর্তীতে তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, আপতত খৃলনা বিভাগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ধরনের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বিভিন্ন প্রলোভনে পড়ে ভালো...

যশোর সদরে চেয়ারম্যান প্রার্থী বিপুলের নেতৃত্বে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

চৌগাছায় বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পর্শে জয়দেব মণ্ডল (৫)...

উপজেলা নির্বাচন: দলীয় নির্দেশনা অমান্য করে চুয়াডাঙ্গায় দুই এমপির ভাই ও ভাতিজা চেয়ারম্যান প্রার্থী

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: দলীয় নির্দেশনা অমান্য করে চুয়াডাঙ্গার দুই...