যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বস্ত্র ব্যবসায়ীর মৃত্যু

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক বস্ত্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শুক্রবার (২৪ নভেম্বর) কেশবপুর উপজেলার মজিদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম অরুণ কুমার পাল (৫৫), তিনি কেশবপুর পৌর শহরের সাবদিয়ার গণেশ পালের ছেলে।

আহতরা হলেন, উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের রিয়াজ উদ্দীন (৪৫), সাতক্ষীরার তালা উপজেলার সাহাপুর গ্রামের এনামুল হোসেন (২৬) ও মনিরুজ্জামান (২৮)।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার মজিদপুর এলাকায় ভান্ডারখোলা দিক থেকে আসা এনামুল হোসেনের দ্রুতগতির মোটরসাইকেল অরুণ কুমার পালের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলের চারজনই রাস্তার ওপর ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অচিন্ত কুমার পাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছিলো। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

কেশবপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, আহত অবস্থায় বস্ত্র ব্যবসায়ী অরুণ কুমার পালকে দুপুরে খুলনায় নেয়ার পথে মারা যান। তার মৃত্যুতে আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সকল কাপড়ের দোকান বন্ধ রেখে শোক পালন করা হবে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বেড়েছে ডিম ও কাঁচা মরিচের দাম

ঢাকা অফিস: বাজারে মুরগির ডিম ও কাঁচা মরিচের দাম...

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ, দুই বিভাগে বৃষ্টির আভাস

ঢাকা অফিস: ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম...

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...

দেশব্যাপী তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...