গ্রেফতারের এক ঘণ্টা পর দুদক কর্মকর্তার মৃত্যু, দুই এএসআই প্রত্যাহার

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহের মৃত্যুর ঘটনায় দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন চান্দগাঁও থানার এএসআই ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশাসনিক কারণে চান্দগাঁও থানায় কর্মরত দুই এএসআইকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এই ঘটনা খতিয়ে দেখতে বুধবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এএএসআই ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেফথার করেন। গ্রেফতারের এক ঘণ্টার মধ্যে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।

মামলার এজাহার ও গ্রেফতারি পরোয়ানার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে ৩২৩ (মারধর) ও ৫০৬ (২) (ভয়ভীতি প্রদর্শন) ধারায় মামলা করেন রণি আক্তার তানিয়া (২৬) নামে এক নারী। মামলায় ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা ও তার শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ারকে আসামি করা হয়। গত ২৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানাটি গত ১ অক্টোবর চান্দগাঁও থানায় পৌঁছায়। পরোয়ানাপত্র পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চট্টগ্রামে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি...

বাসচাপায় চুয়েটের ২ শিক্ষার্থীর মৃত্যু: আবারো সড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো: জেলার কাপ্তাই সড়কে বাসচাপায় চট্টগ্রাম প্রকৌশল ও...

চট্টগ্রামে এস আলমের অয়েল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল...

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন...