ঝিনাইদহে তেল গোডাউনে আগুন, স্কুল শিক্ষিকা আহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ শহরের ভুষণ স্কুল সড়কে একটি সরিষার তেলে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৩ মার্চ) আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

স্থায়ী বাসিন্দা বাবলুর রহমান জানান হঠাৎ আমি কৃষি ব্যাংকের দিকে তাকিয়ে দেখি জানালা দিয়ে কালো ধূয়া বের হয়। আমি সহ স্থায়ীরা সবাই দৌড়ে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ এ আনে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আগুনের তীব্রতা বেশী থাকায় ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকেও দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ভবনটি চারতলা বিশিষ্ট এবং নিচতলায় একটি সরিষার তেলের গুদাম, দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের শাখা এবং ৩য় ও৪র্থ তলায় আবাসিক। নিচতলার গুদাম ঘরে থাকা জেনারেটর থেকে আগুনের সুত্রপাত হয়। সে সময় প্রচণ্ড ধোয়া উপরের ভবন গুলোতে ছড়িয়ে পড়ে। তখন প্রচন্ড গরমে ও ধোয়ায় ওই স্কুল শিক্ষিকার শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পৌছে দেয় ফায়ার সার্ভিস সদস্যরা। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঝিনাইদহে আগুনে পুড়লো ২ গরু

কালীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার সম্পা মোদক জানান, আগুনে দগ্ধ হয়ে সোমা চৌধুরি নামে একজন নারী আমাদের এখানে আসেন। তার চার হাত-পাসহ শরীলের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কালীগঞ্জে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন ৫ জুন

ঢাকা অফিস: ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত...

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় হামজা রহমান...

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ...