বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে যশোরে গৃহবধূকে গণধর্ষণ, দুই যুবক আটক

যশোরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহম্মেদ।

আটককৃতরা হলো, জিরাট গ্রামের আলামিন (২৪) ও শামিম হোসেন (২৫)।

জানা গেছে, ওই গৃহবধূর বাবার বাড়ি শাখারীগাতি গ্রামে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি নরেন্দ্রপুর গ্রামের বটতলায় যাচ্ছিলেন। রূপদিয়া বাসস্ট্যান্ডে আসার পর তার স্বামী এসে নিয়ে যাবে বলে অপেক্ষা করছিলেন। এরই মধ্যে পূর্ব পরিচিত গুটি সোহেল ও আলামিন তাকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন ধরণের প্রলোভন দেখাতে থাকে। এক পর্যায় রাজি হলে তারা গৃহবধূকে সাথে নিয়ে নরেন্দ্রপুর বাবু বাজার মাঠের মধ্যে নিয়ে গুটি সোহেল ধর্ষণ করে। সেখান থেকে নিয়ে আলতাফের ইট ভাটার মধ্যে আলামিন ধর্ষণ করে। এরপর তাদের সহযোগী আরো ২/৩ জনকে এনে রাতভর তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ভোর রাতে গৃহবধূকে তার পিতার বাড়ি পৌঁছে দিয়ে আসে আলামিন ও গুটি সোহেল।

আরো জানা গেছে, শুক্রবার সকালে বিষয়টি জানতে পারেন ওই গৃহবধূর স্বামী। ফলে স্বামী এখন আর তাকে নিয়ে সংসার করবেনা বলে জানিয়ে দিয়েছে।

বাধ্য হয়ে গৃহবধূর পিতা নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের স্মরণাপন্ন হন। চেয়ারম্যানের সহযোগিতায় শনিবার সন্ধ্যায় জিরাট গ্রামে অভিযান চালিয়ে আলামিন ও শামিমকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ জানিয়েছেন, ভুক্তভোগীর পিতা তাকে ঘটনাটি জানানোর পরে আইনশৃঙ্খলা বাহিনী শনিবার ওই দুইজনকে আটক করেছে।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, মামলার প্রস্তুতি চলছে এবং অন্যদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাংলাদেশের গণতন্ত্র প্রধানমন্ত্রীর হাতেই সুরক্ষিত: খাদ্যমন্ত্রী

ঢাকা অফিস: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা...

যে তিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দই থাকছে

ঢাকা অফিস: গত ৪ মার্চ আয়কর আইনের বিধান অনুসারে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

ঢাকা অফিস: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি মালিক উধাও

ঢাকা অফিস: রিসান ট্রাভেলস ও দিয়া ইন্টারন্যাশনাল নামের দুই...