সুন্দরবনে ফাঁদসহ ১০ শিকারী আটক

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শেষ হতে না হতেই বনরক্ষীদের হাতে ফাঁদসহ ১০ জন চোরা হরিণ শিকারী আটক করা হয়।

আটককৃতরা হলো, বংকেশ মণ্ডল, দেবাশীষ মণ্ডল, ইউনুস গাজী, দিব্যানন্দ রায়, বাসু মণ্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মণ্ডল, আশীষ ঢালী, সুমন মণ্ডল ও সুজয় মহলদার।

তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) তাদের বাগেরহাটে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

সোমবার দুবলার চরের রাস উৎসব শেষ হওয়ার পর বিকেলে দুবলার চর সংলগ্ন বড় জামতলা এলাকা থেকে ৭৫০ ফুট ফাঁদসহ এসব শিকারীদের আটক করা হয়। এ সময় চোরা শিকারীদের কাছ থেকে দুইটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়। এরা রাস পূজা উপলক্ষে পাস পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলো। কিন্তু পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ না করে নিজেরা হরিণ শিকারের জন্য আলাদা স্থানে অবস্থান করছিলেন বলে জানায় বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, আটক শিকারীরা পূণ্যার্থী হিসেবে দুবলার চরে এসেছিলেন। তারা উৎসবে অংশগ্রহণ না করে বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিলো। রাস উৎসব ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি। মঙ্গলবার তাদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপালের দাউদখালী নদীতে শনিবার (১১...

বাগেরহাটে বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক নিহত

আজাদুল হক, বাগেরহাট: জেলার শরণখোলায় বজ্রপাতে দুইজন এবং সদর...

বাগেরহাটে আর্থিক দেনার চাপে এক ব্যাক্তির আত্মহত্যা

আজাদুল হক, বাগেরহাট: জেলা মোংলা উপজেলার চিলা হলদিবুনিয়া গ্রামে...

বাগেরহাটে ২টি উপজেলাতে বিজয়ী হলেন যারা

আজাদুল হক, বাগেরহাট: ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের...