বেরোবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই, ক্ষুদ্ধ ত্যাগী ও পদবঞ্চিতরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি বর্তমানে এক বছর দুই মাস পার করেছে এবং মেয়াদকাল শেষ হয়েছে। এতো লম্বা সময়েও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি সভাপতি ও সাধারণ সম্পাদক। এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলে তাও দেয়া হয়নি।

এই সময়ের মধ্যে ছাত্রলীগের অনেক কর্মীর ছাত্রত্ব শেষ হয়ে গেছে পদ-পদবি পাওয়া ছাড়াই। এতে করে পদবঞ্চিত হয়েছেন মেয়াদহীন ছাত্রলীগ ও ত্যাগী নেতাকর্মীরা। এনিয়ে তারা ক্ষুদ্ধ প্রক্রিয়া ব্যক্ত করে দ্রুত সময়ের মধ্যে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ার দাবি করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ৩১ জুলাইয়ে পোমেল বড়ুয়াকে সভাপতি ও মাহফুজুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এক বছর মেয়াদী এই কমিটি বর্তমানে এক বছর দুই মাস পার করেছে এবং মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। এর পরেও তারা পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। এর মধ্যে দাবি উঠলো নতুন কমিটির।

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক জানিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য জীবন বৃত্তান্ত জমা নেয়া হয়েছে। যাচাই বাছাই চলছে। চলতি মাসেই কমিটি দেয়া হবে। তবে আমরা সর্তক আছি, অনুপ্রবেশকারী স্বাধীনতা বিরোধী অপশক্তি কোনোভাবেই কমিটিতে স্থান পাবে না।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় কর্মী বাবুল আহমেদ বলেন, আমরা যারা কর্মী পরিচয়ে সাচ্ছন্দ্যবোধ করি। তারা অবশ্যই দায়িত্ব পেলে যেকোনো কর্মীর জন্য সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবো। সেই জায়গায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ইতিমধ্যেই আমাদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছে, তবে আশা রাখছি খুব দ্রুতই আমাদের মত কর্মীরা তাদের পরিচয় পাবো এবং সংগঠনের জন্য কাজ করার সুযোগ হবে।

আরেক ছাত্রলীগের কর্মী সাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি হলে আমাদের কার্যক্রম আরো একাধাপ এগিয়ে যাবে। আমাকে যেই পদের দায়িত্ব দেয়া হবে সেই পদ থেকেই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এই সংগঠনকে আরো শক্তিশালী করার।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, তারা অনেকে ৫-৬ বছর ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি করছেন। কিন্তু আজও কোনো পদ পাননি। তাদের অনেকেরই বিশ্ববিদ্যালয়ের পড়া লেখা ও ছাত্রত্ব শেষ হওয়ার পথে। এতে অনেকেই হতাশ। অনেকেই মেয়াদহীন এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি দেয়ার দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন, সামনে নির্বাচন, কেন্দ্রীয় সম্মেলনের পর আমাদের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা ছিলো। আমরা যাদেরকে নিয়ে কমিটি গঠন করবো তাদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা নেয়া হয়েছে, সিভি যাচাই বাছাই চলছে। হুট করে তো কাউকে কমিটিতে নিয়ে আসা যায় না। যাচাই বাছাই প্রায় শেষ । আশা রাখতেছি চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি চলে আসবে। আমরাও চাই পূর্ণাঙ্গ কমিটি হোক।

ছাত্রলীগ শাখার সভাপতি পোমেল বড়ুয়া বলেন, আমাদের কমিটি মেয়াদ অনুযায়ী এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার ব্যর্থতা আমাদের কিন্তু আমরা সাধারণ সম্পাদক সভাপতি এই ব্যর্থতা নিচ্ছি না। কারণ সামনে নির্বাচন বিগত আমাদের মাঝে অনুপ্রবেশকারী প্রবেশ করেছে। এজন্য কোনো ধরনের অনুপ্রবেশকারী স্বাধীনতা বিরোধী অপশক্তি আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটিতে ঢুকতে না পারে। এজন্য আমরা বাছাই করতেছি যারা কমিটিতে আসবে সবার ব্যক্তিগত হাত পারিবারিক যেই মতাদর্শ রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছি এই কারণে একটু সময় লাগছে। ইতিমধ্যে আমারা সিভি জমা নিয়েছি প্রায় সব কিছু রেডি। আমরা কেন্দ্রে কমিটির লিস্ট জমা দিলে পূর্ণাঙ্গ কমিটি পেয়ে যাবো।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

প্রবাসী স্বামীর দুই কোটি টাকা আত্নসাৎ, পরকীয়া প্রেমিক কারাগারে

রংপুর ব্যুরো: রংপুরে বিয়ের নামে প্রতারণা করে প্রবাসী স্বামীর...

শাশুড়ির সোনার গহনা ও নগদ অর্থ চুরি, জামিনে বেরিয়ে প্রাণনাশের হুমকি

রংপুর ব্যুরো: রংপুরের মাহিগঞ্জ ডিমলা কানুনগোটলা এলাকায় শাশুড়ির বাসা...

যশোরের তিন উপজেলায় ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: যশোরে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তিনটি...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর ব্যুরো: সারাদেশের মতো রংপুর নগরীসহ জেলার কাউনিয়া ও...