২৫ মার্চের কালো রাত

সম্পাদকীয়: স্বাধীনতাকামী বাঙালি জাতির ওপর পাকিস্তানিদের অত্যাচর নির্যাতনের জলন্ত প্রমাণ ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত।

এ রাতে ঘুমন্ত জাতির ওপর পাকিস্তানি হায়েনারা ঝাঁপিয়ে পড়েছিলো। কিছু বুঝে ওঠার আগেই তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছিলো অসংখ্য মানুষকে। সে রাতে অন্তত ১০ হাজার মানুষ হানাদারদের বুলেটের আঘাতে শহীদ হয়েছিলেন। বাঙালি জাতির ইতিহাসে এ রাতটি শোকাবহ রাত হিসেবে চিহ্নিত।

অন্য দিকে এই শোককে শক্তিতে পরিণত করে জাতি শুরু করেছিলো সশস্ত্র মুক্তিযুদ্ধ। যে মুক্তিযুদ্ধের সফল সমাপ্তি ঘটে ওই বছর ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের মাধ্যমে। দেশজুড়ে সে সময় চলছিলো অসহযোগ আন্দোলন। সবার মুখে কেবল একটিই শ্লোগান ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা,’ এবং ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।’

পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইটের’ মূল লক্ষ্য ছিলো পিলখানা ইপিআর হেডকোয়ার্টার, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, নিউমার্কেট, ঠাটারি বাজার, পুরান ঢাকা, ফরাশগঞ্জ, বিকে দাস লেন, শাঁখারী বাজার, তাঁতী বাজার, ভোলাগিরি আশ্রম, অভয়দাশ লেন, টিকাটুলি, হাটখোলা, আরকে মিশন রোড, গেণ্ডারিয়া সাধনা ঔষধালয়সহ বিভিন্ন এলাকা। সংবাদপত্র অফিসের মধ্যে লক্ষ্য ছিলো ‘ডেইলি পিপলস, ইত্তেফাক ও সংবাদ।’।

যে ১০ হাজার মানুষ মারা যায় তার মধ্যে ছিলো রাজারবাগ পুলিশ স্টেশনের পাঁচ শতাধিক পুলিশ ও তিন শতাধিক নিরীহ শিক্ষার্থী। মধ্যরাতে পাকিস্তানি ট্যাঙ্কগুলো কামান উঁচিয়ে ঢুকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সঙ্গে লরি বোঝাই সৈন্য। প্রথমে তারা গুলি চালায় ইকবাল হলে। এতে মারা যান শতাধিক ছাত্র। এরপর জগন্নাথ হলে ঢুকে সাব-মেশিনগান দিয়ে গুলি করে হত্যা করে আরো দেড় শতাধিক ছাত্র-শিক্ষককে। রোকেয়া হলও আক্রমণ থেকে বাদ যায়নি। গুলি চালিয়ে তারা হত্যা করে অনেক গুলিকে। কেউ কেউ ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান। মেডিকেল কলেজ এবং হোস্টেলেও গুলি করে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করে হায়েনার দল।

এসব ঘটনা যখন ঘটছিলো, তখন সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ঘিরে ফেলে। রাত ১টা ১০ মিনিটের দিকে একটি ট্যাঙ্ক, একটি সাঁজোয়া গাড়ি এবং কয়েকটি ট্রাক বোঝাই সৈন্য শেখ মুজিবের বাড়ির ওপর দিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে রাস্তা ধরে এগিয়ে আসে। এরপর তারা ভেতরে ঢুকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। ভোর ৫টার পর পাকিবাহিনী গোলার আঘাতে উড়িয়ে দেয় কেন্দ্রীয় শহীদ মিনার। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঢাকা যেনো এক নিস্তব্ধ নগরীতে রূপ নেয়। চারিদিকে শুধু চলতে থাকে লাশ আর স্বজনের কান্নার মিছিল। পাকিস্তানিদের নির্মমতার স্বাক্ষর এই কালো রাত বাঙালি জাতির ইতিহাস থেকে মুছবে না।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

হিট স্ট্রোকে আশংকাজনক হারে মৃত্যু বাড়ছে

সম্পাদকীয়: হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোরের একজন শিক্ষকসহ দেশে...

নিয়ম মেনে আর কবে ভাটা হবে?

সম্পদকীয়: ভাটার ধোঁয়ায় একদিকে ফসলের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশ...

গ্রামের চিকিৎসা সংকট দূর করতে হবে

সম্পদকীয়: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান মানুষের জীবনের...

সেতু নির্মাণের অনিয়ম বন্ধ করতে হবে

সম্পদকীয়: যশোরে ভৈরব নদের ওপর যে পাঁচটি সেতু নির্মাণ...