২৮ অক্টোবর চিত্রা নদীতে ‘এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে

গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প সংস্কৃতিকে সর্বজনীন করার উদ্দেশ্যে নড়াইলের চিত্রা নদীতে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ‘এস এম সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগিতা উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, আগামী শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় নড়াইল শহরের শেখ রাসেল ব্রীজের নিচে চিত্রা নদীর পাড়ে এ বাইচের উদ্বোধন করা হবে। চিত্রা নদীতে শেখ রাসেল ব্রীজ থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নৌকাবাইচ অনুষ্ঠিত হবে এবং দেশের বিভিন্ন এলাকার ১৪টি নৌকা ২টি গ্রুপে এ বাইচে অংশ গ্রহন করবে। এছাড়াও আলাদা ভাবে মহিলাদের ৪টি নৌকা নিয়ে মহিলা নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।

বিকাল সাড়ে ৫টায় শহরের বাধাঘাটে চত্বরে অস্থায়ী মঞ্চে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইলের আয়োজনে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

বিশেষ অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ এবং খুলনা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি ) মঈনূল হক।

এছাড়াও পুলিশ সুপার সাদিয়া খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ সুধীজন, মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী , ব্যবসায়ীনেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ বাইচে উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, নৌকা বাইচ কমিটির কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর...

নড়াইলে প্রচণ্ড তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা

জেলা প্রতিনিধি, নড়াইল: প্রচণ্ড তাপদাহের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার...

এসএম সুলতান পদক পেলেন চিত্রশিল্পী নাদভী

জেলা প্রতিনিধি, নড়াইল: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান পদক পেলেন...

নড়াইলে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

জেলা প্রতিনিধি, নড়াইল: বিলুপ্তপ্রায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে ভিন্ন...