টানেলের পর চট্টগ্রামের নতুন মাইলফলক এক্সপ্রেসওয়ে, উদ্বোধন মঙ্গলবার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালুর এবার চালু হচ্ছে আরেকটি মেগাপ্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যোগাযোগ ব্যবস্থায় যা হতে যাচ্ছে নতুন মাইলফলক। নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এ প্রকল্প যানজট নিরসনের পাশাপাশি বাঁচাবে সময় ও কর্মঘণ্টা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে চট্টগ্রাম শহর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। এছাড়া শাহ আমানত সেতু থেকে বঙ্গবন্ধু টানেল হয়ে সরাসরি যুক্ত হওয়া যাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন। ঐদিন থেকেই নগরীর পতেঙ্গা থেকে টাইগারপাস পর্যন্ত এক্সপ্রেসওয়ের একাংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের আগেই বাকি কাজ শেষ হবে।

সরেজমিনে দেখা গেছে, নগরের লালখানবাজার থেকে টাইগারপাস মোড় পর্যন্ত পিলার তৈরি হয়েছে, তবে এখনো গার্ডার বসেনি। আর টাইগারপাস মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত একাংশে গার্ডার বসানো হয়েছে। বাকি অংশে চলছে গার্ডার বসানোর কাজ। এছাড়া দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত এক্সপ্রেসওয়ের ওপর সড়ক তৈরি হচ্ছে। কোনো অংশে করা হচ্ছে কার্পেটিং, কোনো অংশে প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজ চলছে। তবে বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পতেঙ্গা থেকে টাইগারপাস পর্যন্ত অংশ চালু হবে। টাইগারপাস থেকে লালখান বাজার পর্যন্ত অংশের কাজ বাকি রয়েছে। মূলত চট্টগ্রাম শহর থেকে বিমানবন্দরে যাতায়াত দ্রুত ও নির্বিঘ্ন করার জন্য এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা-নামার জন্য ১৪টি র‍্যাম্প রয়েছে। এগুলো চালু হলেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরোপুরি সুফল পাওয়া যাবে।

লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে শাহ আমানত সেতু থেকে পতেঙ্গা পর্যন্ত পুরো সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ের আওতায় চলে আসবে। শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ ৬ লেনের একটি সড়ক নির্মাণ করেছে। এ সড়কে বিরতিহীন গাড়ি চলাচল করতে পারে। আর এ সড়ক বহদ্দারহাট ফ্লাইওভার হয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে যুক্ত রয়েছে। আখতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে সরাসরি চলে যাওয়া যাবে পতেঙ্গা সৈকত হয়ে টানেল দিয়ে নদীর ওপারে। যুক্ত হওয়া যাবে ঢাকামুখী আউটার রিং রোডে।

সিডিএ সূত্র জানায়, নগরের পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হচ্ছে ৪ হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা। সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণের সিদ্ধান্ত নেয় সিডিএ। ২০১৭ সালের ১১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন পায় প্রকল্পটি। এর পর ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে চট্টগ্রাম নগরের যানজট নিরসন, যাতায়াত ব্যবস্থা দ্রুত ও সহজ হবে। মানুষ আগের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে যাতায়াত করতে হবে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চট্টগ্রামে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি...

বাসচাপায় চুয়েটের ২ শিক্ষার্থীর মৃত্যু: আবারো সড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো: জেলার কাপ্তাই সড়কে বাসচাপায় চট্টগ্রাম প্রকৌশল ও...

চট্টগ্রামে এস আলমের অয়েল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল...

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন...