সিগন্যাল ছাড়াই স্টেশনে প্রবেশ করে মালবাহী ট্রেন, ঝরলো ১৭ প্রাণ

কিশোরগঞ্জের ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুরে এগারসিন্দুর ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সোমবার (২৩ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ দাবি করেন, স্টেশনের প্রবেশ সিগন্যাল না পাওয়ার পরও মালবাহী ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। ফলে স্টেশন থেকে ছেড়ে যাওয়া এগারসিন্দুর ট্রেনকে ধাক্কা দিলে যাত্রীবাহী দুইটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় ভৈরব স্টেশন থেকে দেয়া সিগন্যালের কোনো ত্রুটি ছিলো না।

স্টেশন মাস্টার বলেন, আমরা শুধু এগারসিন্দুর ট্রেন ছেড়ে যাওয়ার জন্য সিগন্যাল দিয়েছি, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন স্টেশনে প্রবেশের জন্য কোনো সিগন্যাল দেয়া হয়নি। স্টেশনের সিগন্যাল সিস্টেমে কোনো ত্রুটি ছিলো না।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সিগন্যাল সিস্টেম সম্পূর্ণ কম্পিউটারাইজড। ফলে কোনোভাবেই একসঙ্গে দুটি ট্রেনের সংকেত দেয়া যায় না। ভৈরব স্টেশন থেকে শুধু এগারসিন্দুর ট্রেনের জন্য সংকেত দেয়া হয়েছিলো।

এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে সবধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার।

তিনি বলেন, শিডিউল অনুযায়ী ট্রেন চলাচলের জন্য কিছুটা সময় লাগবে। তবে আজকের মধ্যেই সব ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করতে পারবে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশনের সিগ্যোল কর্মকর্তা জয়বুন্নেসা বলেন, আমরা শুধু যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের জন্য সিগন্যাল দিয়েছি। মালবাহী ট্রেনের প্রবেশের জন্য সিগন্যাল দেয়া হয়নি। এটি সিগন্যাল অমান্য করে স্টেশনে প্রবেশ করে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মানবপাচার মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

ঢাকা অফিস: মানবপাচার আইনে মিরপুর মডেল থানার এক মামলায়...

জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করেছে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: বাংলাদেশের সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা-বিশ্বাস আছে জানিয়ে...

ওবায়দুল কাদেরের ভাইসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি,নোয়াখালী: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর...

দ্রব্যমূল্যের চাপ অস্বীকার করার উপায় নেই: কাদের

ঢাকা অফিস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল...