সকালে বাংলাদেশে আঘাত হানবে ‘হামুন’, রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে আসার নির্দেশ

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এজন্য রাত ৮টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে আসার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে এ কথা জানান তিনি।

তিনি জানান, ঘূর্ণিঝড় হামুন বর্তমানে পায়রা বন্দর থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ঝড়ে বাতাসের গতিবেগ ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আবহাওয়া অফিস ৭ নম্বর বিপৎসংকেত দিয়েছে। উপকূলীয় অঞ্চলে দুটি পতাকা উত্তোলন করা হয়েছে। সাত নম্বর বিপৎসংকেতের ফলে ঝুঁকিপূর্ণ অঞ্চলের লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেয়ার নির্দেশনা দেয়া আছে। সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্ত থেকেই স্বেচ্ছাসেবকরা দুর্গত এলাকার লোকজনদের আশ্রয়কেন্দ্রে নেয়া শুরু করবেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ঘূর্ণিঝড়ের গতিপথ, গতি প্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ করে আমরা দেখেছি, আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল ১০টার মধ্যে উপকূলীয় অঞ্চল অতিক্রম করবে। এ জন্য আমাদের নির্দেশনা দেয়া হয়েছে, রাত ৮টার মধ্যেই যেনো ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়া হয়।

এনামুর রহমান আরো বলেন, আশ্রয়কেন্দ্র আমরা প্রস্তুত করেছি, সেখানে রান্না করা খাবার, সুপেয় পানি, শিশুদের খাবার, গোখাদ্যের জন্য আমরা ইতোমধ্যে অর্থ বরাদ্ধ করেছি। প্রত্যেক জেলায় আমরা ২০ লাখ টাকা এবং ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি। শিশুখাদ্য এবং গোখাদ্যের জন্য এক কোটি করে মোট ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, ১২ জেলার আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা আছে। সেখানে মেডিকেল টিম জরুরি ওষুধ নিয়ে প্রস্তুত আছে। ১০ জেলার ঝুঁকিপূর্ণ ১৫ লাখ লোককে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছি।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ঢাকা অফিস: বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হতে চলেছে, তা...

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে: সিইসি

ঢাকা অফিস: দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনে ৩০...

আরো ২০ হাজার ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর আওতায়...

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা অফিস: শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।...