এক মাস এগিয়ে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় একমাস এগিয়ে আনার পরিকল্পনা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সভাটি অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সূত্র জানা যায়, করোনাভাইরাসের কারণে শিক্ষায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টার অংশ হিসেবে ভর্তি পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের চেয়ে অন্তত এক মাস আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে।

সরকারি মেডিকেল কলেজের আসন বাড়ছে

ওই সূত্র আরো জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এবার আগেভাগেই মেডিকেল ভর্তি পরীক্ষার সবকিছু চূড়ান্ত করা হবে। এর প্রস্তুতি হিসেবে আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেয়া হতে পারে।

যেকোনো সময় পরীক্ষা আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন বলেন, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এর সাথে অনেক বিষয় জড়িত রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেয়া হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে আগামী বৃহস্পতিবার একটি সভা আহবান করা হয়েছে বলেও জানান তিনি।

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো ২০২২ সালের ১ এপ্রিল। এর চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিলো ৫৫ দশমিক ১৩ শতাংশ।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শুক্রবার ক্লাস নেয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা অফিস: অতিরিক্ত বন্ধের ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে...

গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ

ঢাকা অফিস: দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ‘বি’...

‘প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেয়া হবে’

ঢাকা অফিস: তীব্র শীত ও গরম ছাড়াও নানা প্রাকৃতিক...

আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা অফিস: তীব্র তাপপ্রবাহের কারণে জেলা ভিত্তিক কয়েক দিন...