মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরদের মৃত্যু ঘটেই যাচ্ছে

তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলো পরীক্ষা দিতে। কিন্তু পথিমধ্যে ইঞ্জিনচালিত করিমনের ধাক্কায় গুরুতর আহত হয় তিন বন্ধু।

পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুরে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে ৮ নভেম্বর তিন বন্ধুরই মৃত্যু হয়।

নিহত তিন বন্ধু হলো, উপজেলার আখাইল শিমুল গ্রামের মিতুল হোসেন (১৫), নওদাপাড়া গ্রামের সিয়াম সরদার (১৫) ও খয়েরবাড়ি গ্রামের বিশাল হোসেন (১৫)।

তারা ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটে দশম শ্রেণির ছাত্র ছিলো।

অক্টোবরে সড়কে ঝরলো ৪৩৭ প্রাণ

মোটরসাইকেল দুর্ঘটনার বৃদ্ধির কারণ হচ্ছে কিশোরদের হাতে বাইক তুলে দেয়া, দুই বা ততোধিক আরোহী, অস্বাভাবিক গতি, সাবধানতার সাথে ওভারটেকিং না করা, চালানো অবস্থায় হেডফোন লাগিয়ে গান শোনা, কাঁধে কান লাগিয়ে মোবাইল ফোনে কথা বলা, ট্রাফিক আইন মান্য না করা, প্রশিক্ষণ না থাকা, অন্যমনস্ক হওয়া, হাটবাজারে গতি না কমানো, হেলমেট ব্যবহার না করা উল্লেখযোগ্য।

বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার ঘটনা বেড়েছে। এতে অনেক মানুষের প্রাণহানি ঘটছে। কিশোর বয়সীদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধ করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ বিষয়ে বলতে হবে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের কারণে নানা ধরনের অপরাধ হচ্ছে।

মোটরসাইকেল দুর্ঘটনার ক্ষেত্রে আমরা যতোদূর জানি তরুণরা যখন এই যান হাতে পায় তখন তারা বেপরোয়া হয়ে ওঠে। নিয়ন্ত্রণহীন গতিতে চালাতে গিয়ে তারা অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনায় পড়ে। জন্ম হয় বিয়গান্ত ঘটনার। অভিভাবক এবং আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে এই বেপরোয় গতি নিয়ন্ত্রণে কঠোর হওয়া দরকার। বিষয়টাকে পাশ কাটিয়ে গেলে এসব ঘটনা ঠেকানো যাবে না। অবস্থাদৃষ্টে মনে হয় যেনো একটা ফ্রি স্টাইলের দেশে যানবাহনগুলো চলাচল করছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। দেশটাকে সঠিক পথে চলতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। সড়কে মৃত্যু রোধ করতে হলে আইনের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।

দেশটা নিরীহ মানুষের নিরাপদ আবাসভূমি হবে এটা সবার কাম্য। অপরাধীদের অভয়ারণ্য হোক তা কেউ চায় না। কিন্তু দেখা যাচ্ছে হিংস্র হায়েনার মতো দুর্বৃত্তরা দাপিয়ে বেড়াচ্ছে আর নিরীহ মানুষ তাদের ভয়ে আতঙ্কিত জীবনযাপন করছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সড়কে দুর্ঘটনা মহামারী থামছে না

সম্পাদকীয়: নোয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ১১...

ডেঙ্গু চোখ রাঙাচ্ছে : সতর্কতা প্রয়োজন

সম্পাদকীয়: চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বছরের প্রথম চার মাস ডেঙ্গুরর...

অবিশ্বাস্য হলেও সত্যি

সম্পাদকীয়: অবিশ্বাস্য হলেও সত্যি যে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব...

পরিবেশ রক্ষার বিষয়টি দেখবে কে

সম্পাদকীয়: পলিথিনে সয়লাব সাতক্ষীরার পাইকগাছা হাট বাজার। ওই সব...