এশিয়া কাপের পর বিশ্বকাপেও ভরাডুবি, এবার চাকরি হারাচ্ছেন নান্নু-বাশার!

মিনহাজুল আবেদীন নান্নু প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে আছেন। তবে বর্তমান সময়টা তার জন্য সবচেয়ে খারাপ যাচ্ছে। এশিয়া কাপে দলের ভরাডুবির পর চলমান বিশ্বকাপেও ব্যর্থ টাইগাররা। যার বড় দায় পড়ছে নান্নুর কাঁধেও। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারাতে যাচ্ছেন নান্নু।

প্রধান নির্বাচকের পাশাপাশি চাকরি হারাতে পারেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও। তবে স্বপদে বহাল থাকছেন তিন সদস্যের নির্বাচক প্যানেলের সবচেয়ে জুনিয়র আব্দুর রাজ্জাক রাজ। বাকি দুইজনের চাকরি গেলেও রাজ্জাকের ওপর আস্থা রাখছে বিসিবি। তাকে আরো সময় দিতে চায় বোর্ড।

গত এশিয়া কাপ এবং চলতি বিশ্বকাপ ছাড়াও একাধিক সিরিজ কিংবা আসরের দল নির্বাচন নিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছেন নান্নু-বাশার। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল ইস্যুতে তারা নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সম্প্রতি এনামুল হক বিজয়কে হঠাৎ করে বদলি হিসেবে দলে ডাকা নিয়েও সমালোচনা হয়েছে।

জানা গেছে, নির্বাচক পদ থেকে সরিয়ে দিলেও বোর্ডের সঙ্গে রাখা হবে নান্নুকে। সাবেক এই ক্রিকেটারকে দেয়া হতে পারে ভিন্ন কোনো দায়িত্ব। আর বাশারের জায়গা হতে পারে ‘এ’ দলে।

এদিকে নতুন নির্বাচক হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। সেই তালিকায় উপরের দিকে আছে হান্নান সরকার এবং হাসিবুল হোসেন শান্ত। দুইজনই বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচকের দায়িত্বে আছেন। বয়সভিত্তিক দলে কাজ করে বিসিবির আস্থা অর্জন করায় এবার জাতীয় দলের আলোচনায় তারা।

এ প্রসঙ্গে হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। তার ভাষ্য, এখনো বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে তাকে কিছু বলা হয়নি। আপাতত অনূর্ধ্ব-১৯ দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সিরিজও খোয়ালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে...

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক: আগামী ১ জুন থেকে ক্যারিবিয়ান অঞ্চল ও...

বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলা দেখা যাবে ২০০ টাকায়

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি...