পেছাচ্ছে না প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা, অনুষ্ঠিত হবে শুক্রবারই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে ৩ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর)। পরীক্ষাটি পেছাতে নির্বাচন কমিশনসহ বিভিন্ন স্তরে আবদেন করলেও পেছাচ্ছে না নিয়োগ পরীক্ষা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

আগামীকাল রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলায় নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হবে।

এর আগে চলমান হরতাল-অবরোধে প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরীক্ষাটি সাময়িক স্থগিত করতে গতকাল বুধবার প্রার্থীদের পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়।

জানা যায়, প্রথম ধাপের এই পরীক্ষায় রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ৬০ হাজার ৭০০ জন।

একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, একই দিনে কেন্দ্রীয়ভাবে ঢাকায় সমন্বিত ১০ ব্যাংকে। সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিনে বড় দুই নিয়োগ পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন প্রার্থীরা। একটি পরীক্ষায় অংশ নিলে অন্যটিতে অংশগ্রহণের সুযোগ হারাবেন তারা।

ব্যাংক পরীক্ষার সময়সূচি পরে প্রকাশ করার কারণে এই পরীক্ষাটি স্থগিতের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটিতে আবেদন করেন তারা। আবেদনে সাড়া না পেয়ে গত সোমবার আদালতে রিট করেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চাকরিতে প্রবেশের বয়স বাড়বে কিনা, জানালেন জনপ্রশাসনমন্ত্রী

ঢাকা অফিস: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বর্তমানে ৩০ বছর।...

শুক্রবার ক্লাস নেয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা অফিস: অতিরিক্ত বন্ধের ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে...

গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ

ঢাকা অফিস: দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ‘বি’...

‘প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেয়া হবে’

ঢাকা অফিস: তীব্র শীত ও গরম ছাড়াও নানা প্রাকৃতিক...